ট্রেনের খাবার মুখে দিতেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আজি কুমারের। লখনউ-বান্দ্রা উইকলি এক্সপ্রেসে উঠে অর্ডার করেছিলেন সিঙাড়া। সেই সিঙাড়া কামড় দিতেই আলুর পরিবর্তে বেরিয়ে এল হলুদ কাগজ! IRCTC-র থেকে কেনা সিঙাড়া এমন হবে কে ভেবেছিল। টুইটারে সেই সিঙাড়ার ছবি দিয়ে নিজের অভিজ্ঞতার কথা শিকার করেছেন আজি কুমার। সেই ছবি নিয়েই তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়। রেলের খাবার নিয়ে খারাপ অভিজ্ঞতার অভিযোগ অবশ্য এটাই প্রথম নয়। আজি কুমারের পোস্ট নিয়ে ফের শুরু হয়েছে সেই আলোচনা। নড়েচড়ে বসেছে Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)-ও। যাত্রীর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীকে তাঁর PNR এবং ফোন নম্বর শেয়ার করতে অনুরোধ করেছেন তাঁরা।

হলুদ কাগজ সহ সিঙাড়ার ছবি পোস্ট করে আজি কুমার লিখেছেন, ‘নয় অক্টোবর লখনউ যাওয়ার পথে ট্রেনে আমি সিঙাড়া কিনি। কিছুটা খাওয়ার পর ভিতর থেকে এটা বের হয়েছে। সিঙাড়ার ভিতরে থাকা হলুদ কাগজটা দেখুন!’ IRCTC-র প্যান্ট্রির দায়িত্বে থাকা ব্যক্তির থেকেই এই সিঙাড়া কিনেছেন বলে টুইটে অভিযোগ জানিয়েছেন ওই যাত্রী। তিনি জানিয়েছেন বান্দ্রা থেকে লখনউগামী ২০৯২১ নম্বর ট্রেনে উঠেছিলেন তিনি। আট অক্টোবর ট্রেনটি যাত্রা শুরু করে বলেও জানিয়েছেন আজি কুমার নামে ওই যাত্রী। সিঙাড়ায় হলুদ কাগজে থাকার অভিযোগ নিয়ে আরও একটি টুইট করেছেন ওই যাত্রী। সেখানে তিনি লিখেছেন, নয় অক্টোবর সকাল সোয়া দশটা নাগাদ ট্রেনে এই সিঙাড়া কেনেন তিনি। যাত্রীদের এমন সিঙাড়া খাওয়ানোর জন্য IRCTC-কে স্যালুট জানিয়েছেন ওই যাত্রী। লিখেছেন ,’IRCTC রকম স্বাস্থ্যকর খাবার পরিবেশন করে!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *