ঝড় বৃষ্টি; উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ?
উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি শুরু। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। আজ বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি ,কোচবিহার ,উত্তর দিনাজপুর এই ছয় জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে।