জাল পাসপোর্ট মামলায় কলকাতা-সহ বেশ কয়েকটি স্থানে ইডি তল্লাশি

কলকাতা ব্যুরো : বাংলা নতুন বছরের শুরুতেই জাল পাসপোর্ট মামলার তদন্তে সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন সকাল থেকেই একযোগে কলকাতা, বিরাটি নদীয়ার বিভিন্ন জায়গায় হানা দিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা।

সূত্রের খবর, ভূয়ো নথি দাখিল করে পাশপোর্ট তৈরির একটি চক্রের কথা প্রথম প্রকাশ্যে আসে গত বছর শেষের দিকে। প্রাথমিক তদন্তে নেমে কলকাতা পুলিশ ওই জাল চক্রের হদিশ পায়। প্রাথমিক ভাবে ১০ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, গোটা রাজ্যজুড়িই এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে। গত মাসেই এই মামলার চার্জশিট জমা দেয় ভবানিপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, এই চক্রের সঙ্গে কমবেশি ১৩০ জন জড়িত রয়েছে। যাদের মধ্যে ১২০ জনই বাংলাদেশি নাগরিক। যারা নথি জাল করে পাসপোর্টের জন্য আবেদন করে। ইতিমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে কলকাতা পুলিশ। পরে এই মামলার তদন্তভার হাতে নেয় ইডি। সেই মামলারই এবার সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা। এদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি আধিকারিকেরা।

জানা গিয়েছে, ভবানীপুর থানায় প্রথম জাল পাসপোর্টের অভিযোগটি জমা পড়েছিল। প্রাথমিক ভাবে মোট ৩৭ জনের নাম উঠে এসেছিল। এই চক্রের বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো নথি জমা দিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট তৈরি করত। ইতিমধ্যেই তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি কম্পিউটার, ব্যাঙ্কের জাল নথি, বেশ কয়েকটি পাসপোর্টের প্রতিলিপি, যুক্তরাষ্ট্রের ভিসা বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে চক্রের মূল পান্ডা দীপঙ্কর বলে একজন। এছাড়াও চক্রের সঙ্গে যুক্ত রয়েছে প্রাক্তন এক পুলিশ আধিকারিক এবং ডাক বিভাগের দু’জন কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *