চেন্নাই সুপার কিংস: ২১৬/৪ (শিবম-৯৫*, উথাপ্পা-৮৮, হাসারাঙ্গা-৩৫/২)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৯৩/৯ (শাহবাজ-৪১, কার্তিক-৩৪ থিকশানা-৩৩/৪)
চেন্নাই সুপার কিংস জয়ী ২৩ রানে
চারবারের চ্যাম্পিয়ন তারা। অথচ চলতি আইপিএলের (IPL 2022) প্রথম চার ম্যাচের চারটিতেই হার। লিগ তালিকার একেবারে নিচে নেমে গিয়ে তকমা জুটেছে লাস্ট বয়ের! আর কাহাতক এই ‘অপমান’ সহ্য করা যায়! এবার ইসপার-উসপার করতেই হবে। এমন মানসিকতা নিয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন রবীন্দ্র জাদেজারা। মঙ্গল-রাতে ক্ষুধার্থ সিংহের মতোই হল ‘কামব্যাক’। ব্যাটে-বলে ঝড় তুলে কোহলিদের পরাস্ত করে কাঙ্খিত প্রথম জয়টি পকেটে পুরল সিএসকে (CSK)।
যতই সকলে বলুক আইপিএল তরুণ প্রজন্মের ফরম্যাট। চেন্নাই বরাবরই সামঞ্জস্যে বিশ্বাসী। তাই তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলেই দল সাজায় তারা। আর সে তত্ত্ব সঠিক করার দায়িত্ব নেন ক্রিকেটাররা। ঠিক যেমন নিলেন শিবম দুবে ও রবিন উথাপ্পা। তরুণ শিবম ও অভিজ্ঞ উথাপ্পার দুর্দান্ত পার্টনারশিপেই আরসিবির সামনে তৈরি হল রানের পাহাড়। লড়াই করেও যেখানে পৌঁছতে শেষমেশ ব্যর্থই হলেন বিরাট কোহলিরা (Virat Kohli)।