এবার চাকরিটাই হারালেন শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলায় তদন্তকারী আধিকারিকদের মধ্য়ে অন্যতম বিশ্ব বিজয় সিং। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর চাকরি থেকে সরানো হল এই অফিসারকে।

২০২১ সালে কর্ডেলিয়া ক্রুজে যে অভিযান চলানো হয়, যেখান থেকে আটক করা হয়েছিল শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। তাঁর অন্যতম অংশ ছিলেন এসপি পদমর্যাদার আধিকারিক বিশ্ব বিজয় সিংহ।

২০২১ সালে অক্টোবর মাসে মাদকচক্রে জড়িয়ে পড়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। মাদক কাণ্ডে জড়িয়ে প্রায় ২৬ দিন হাজতবাসও করেছিলেন তিনি। ছেলের এই অবস্থায় স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলেন শাহরুখ খান। সমস্ত শুটিং বাতিল করে ছেলেকে জামিন পাওয়ানোর জন্যই শত চেষ্টা করছিলেন শাহরুখ। এমনকী, মাদক কাণ্ডে ছেলের জেল হওয়ায় নিজেকে ঘরেই বন্দি করে ফেলেছিলেন তিনি। নিজের জন্মদিনেও বাড়ির বারান্দা থেকে অনুরাগীদের দেখা দেননি বলিউড বাদশা। শেষমেশ আরিয়ান জামিন পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *