পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো ভেঙে নদীতে পড়ে গেল ৬৫ জন! তাঁদের মধ্যে রয়েছে একাধিক শিশুও
মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ এই ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকে। বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো ভাঙার ঘটনায় কারোর মৃত্যুর খবর মেলেনি। কেউ নদীর জলে তলিয়ে গিয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। চলছে উদ্ধারকার্য। আহতদের ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘাটালের কনদর্প থেকে ৬০-৭০ জনের একটি দল হরিনাম সংকীর্তন গাইতে গাইতে যাচ্ছিলেন ঘড়ুই ঘাটের সাঁকোর উপর। ওই হরিনাম সংকীর্তন দলে মহিলা-পুরুষ ছাড়াও ছিল বহু শিশুও ছিল।
সংকীর্তন এর দলটি বাঁশের সাঁকো পার করার সময় একটি ছোট চারচাকা গাড়ি সেখানে ঢুকে পড়ে। গাড়ির ভার ভার সামলাতে না পেরে মাঝ বরাবর সাঁকোটি হঠাতেই ভেঙে যায়। সঙ্গে সঙ্গে ঝুমি নদীতে পড়ে যায় গাড়ি-সহ হরিনাম সংকীর্তণের গোটা দলটি।
পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট।