গ্রেফতার করা হলো আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে!
আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় একাধিকবার আরজিকরের প্রাক্তন সন্দীপ ঘোষ কে সিবিআই তলব করেছিল। টানা ১৫ দিন সিবিআই এর জিজ্ঞাসাবাদ এর পর আজ, অর্থাৎ সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে সিবিআই। সোমবার দিন তাকে সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে।তারপরেই সূত্রে মারফত খবর, তার বিরুদ্ধে আনা হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর আনা দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আর জি করে ডাক্তারের খুন ধর্ষণের ২৬ দিনের মাথায় সিবিআই বড় পদক্ষেপ নিল।