অসম- বাংলা সীমানার গোলকগঞ্জে গ্রেটার নেতা অনন্ত মহারাজের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ, অসম জুড়ে । অসম রাজ্যের ধর্মগুরু শঙ্করাচার্যের আশ্রমের যান গ্রেটার পিপল অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ। আচমকা অনন্ত মহারাজ, তার তিনজন আগ্নেয়াস্ত্র ধারী দেহরক্ষী ও লোকজনদের নিয়ে প্রবেশ করে আশ্রমের নামঘরে । আশ্রমের রীতি ও প্রথা ভাঙ্গার অভিযোগ ওঠে গ্রেটার নেতা অনন্ত মহারাজের বিরুদ্ধে, প্রতিবাদ করতে গেলে মন্দির কর্তৃপক্ষ ও আশ্রমে কর্তব্যরত পুরোহিতদের দের অনন্ত নিজেকে রাজা হিসেবে পরিচিত দেওয়ার পাশাপাশি,পুরোহিতদের উদ্দেশ্যে অরুচিকর ও অকথ্য ভাষা প্রয়োগ করতে থাকে অভিযোগ। ঘটনার জেরে, ইতিমধ্যেই অনন্ত মহারাজের বিরুদ্ধে নিন্দার ঝড় শুরু হয়েছে গোটা অসম জুড়ে, পাসাপাশি অনন্ত মহারাজের বিরুদ্ধে দফায় দফায় চলছে কুশপুতুল দাহ। ,বিক্ষোভ চলছে নিম্ন অসম জুড়েও