গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা বাংলার জনদরদী মুখ্যমন্ত্রীর

শীর্ষ আদালতের রায়ে এক সঙ্গে প্রায় ২৬ হাজার জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে। সেই পরিস্থিতিতে আবার আদালতের রায়েই যোগ্য শিক্ষকদের ডিসেম্বর মাস পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু গ্রুপ সি ও গ্রুপ ডির ক্ষেত্রে সেই নির্দেশ নেই। সেই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীর বড়ো ঘোষণা। চাকরিহারা এই সকল কর্মীদের মাসে-মাসে সাহায্যের কথা ঘোষণা মমতার। Group C-দের জন্য ২৫ হাজার টাকা ও Group D-দের জন্য ২০ হাজার টাকা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, মুখ্যমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে গ্রুপ সি, গ্রুপ ডি’র প্রতিনিধিরা জানান, “গ্রুপ সি ৩০ হাজার, গ্রুপ ডি’র ২৫ হাজার করা হোক।” শনিবার প্রথম মুখ্যমন্ত্রী জানতে চান Group C ও Group D-দের বেতন কত? এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি যা বলব ওরা কি মানবে? তাহলে আমি বলব। কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে। মানবিকতার খাতিরে বলছি, ওরা মানলে আমি বলব।”

 

মুখ্যমন্ত্রীকে উত্তরে দেন চাকরিহারা গ্রুপ সি,গ্রুপ ডি কর্মীরা। তাঁরা বলেন, “ম্যাম না শুনে কী করে হ্যাঁ বলব। আমাদের এখানে প্রতিনিধিরা আছেন। না শুনে কী করে বলব…।” এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “রিভিউ না হ‌ওয়া পর্যন্ত মানবিকতার স্বার্থে কিছু একটা ভাবতে পারি। আমরা গ্রুপ সি, ডি’র জন্য‌ও রিভিউ পিটিশনে যাব। যোগ্য বা অযোগ্য এই বিষয়ে আমি কিছু বলব না। গ্রুপ সি, গ্রুপ ডি’র পুরো বাতিল করে দিয়েছে। আমি এডুকেশন বিভাগকে এর মধ্যে রাখব না। তবে কথা দিচ্ছি, সকলের জন্য রিভিউ পিটিশনে যাব। আইনের কাগজপত্রের জন্য অপেক্ষা করছি। কারণ শিক্ষা দফতরের বিরুদ্ধে মামলা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *