
দিনহাটা ২ নং ব্লকের ভেকরাপুল এলাকায় গতকাল গভীর রাতে এক যুবকের কাছ থেকে মোবাইল ছিনতাই অভিযোগ।
ঘটনার বিবরণে জানা গেছে গতকাল রাতে সুমন বর্মন নামের এক যুবকের কাছ থেকে জোর করে মোবাইল কেড়ে নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। ওই যুবক জানান, গতকাল রাত আনুমানিক পনে ১০ টা নাগাদ টেপরাই স্কুল সংলগ্ন এলাকায় সে সাইকেলে করে ভেকরাপুল তার বাড়ির দিকে আসছিল। সেই সময় বাইকে করে আসা দুই দুষ্কৃতী তার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে চম্পট দেয়। মোবাইল চুরির ঘটনায় আজ দুপুরে সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুমন বর্মন নামে ওই যুবক।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।