কৌশিকী অমাবস্যায় ভুলেও করবেন না এই কাজ ; পড়বেন মহা বিপদে !
হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়।ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা, সেটাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই পূজো নিয়ে নানান রকমের পৌরাণিক কাহিনী রয়েছে।কথিত আছে, তারাপীঠ মহাশ্মশানের পঞ্চমুণ্ডির আসনে তপস্যা করেছিলেন বশিষ্ঠ মুনি। দর্শন পেয়েছিলেন মা তারার। কৌশিকী অমাবস্যা তিথিতে সাধক বামদেবও মা তারার দর্শন পেয়েছিলেন। সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন তিনি।
শাস্ত্র বলছে, কৌশিকী অমাবস্যায় বেশ কয়েকটি নিয়ম না মানলে জীবনে ঘোর বিপদ ঘনিয়ে আসতে পারে।যেমন, কৌশিকী অমাবস্যার দিন তুলসী পাতা তুলবেন না। এদিন বাড়ির সদর দরজার সামনে অন্ধকার করে রাখা উচিত নয়। প্রদীপ জ্বেলে রাখতে পারেন। যত বেশিক্ষণ প্রদীপ জ্বলবে, ততই ভাল। কৌশিকী অমাবস্যায় আমিষ খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এই তিথিতে কাউকে কটু কথা না বলার পরামর্শ দেওয়া হয়৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷ কোনও বড় সিদ্ধান্তও নেবেন না৷কৌশিকী অমাবস্যার দিন বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে, সেদিকে নজর রাখবেন। কোনও এঁটো বাসনপত্রও রাখা চলবে না। কোনও পুরনো, ছেঁড়া জামাকাপড় থাকলে, সেগুলি কাউকে দিয়ে দিতে পারেন।