কোচবিহার: পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আয়োজনে এবং কোচবিহার জেলা ও পৌর যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে কোচবিহার লেন্স ডাউন হলে অনুষ্ঠিত হল রাখি বন্ধন উৎসব । এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান । এছাড়া উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, সহ-সভাধিপতি আব্দুল জলিল আহমেদ সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্র-ছাত্রীরা । কোচবিহারের লেন্স ডাউন হলে এদিনের এই অনুষ্ঠান রবীন্দ্র সংগীত, কবিতা পাঠ, নৃত্যের মধ্য দিয়ে রাখি বন্ধন উৎসব পালিত হয় ।

এছাড়াও কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে ব্লকে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় রাখি বন্ধন উৎসব। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও পবিত্র রাখি বন্ধন পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *