কোচবিহারে জেলাশাসক অফিসে বিজেপির স্মারকলিপি প্রদান, ক্ষোভ বিধায়কদের
চন্দ্রিমা দাসগুপ্ত,কোচবিহার:
ভারত থেকে পাকিস্তানী নাগরিকদের চিহ্নিত করে পাকিস্তানে পাঠাতে হবে এই দাবি তুলে গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলায় বিজেপির বিক্ষোভ অবস্থান এবং ডি এম অফিসে স্মারকলিপি প্রদান ঘিরে উত্তেজনা।
কাশ্মীরের পেহেলগাঁও এর ঘটনায় নিন্দার ঝড় বিশ্বজুড়ে। ঘটনায় বিভিন্ন রাজনৈতিক মহল থেকে নানান ভাবে জঙ্গিদের এই বর্বরতার উপর ধিক্কার জানিয়ে কর্মসূচি চলছে। তেমনি এদিন কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে জেলা শাসকের নিকট স্মারক লিপি প্রদান করতে আসার আগে অবস্থান-বিক্ষোবে বসে। সেখান থেকে কয়েকজন বিধায়কসহ বিজেপি নেতৃত্ব জেলা শাসকের দপ্তরে পৌঁছায়। কিন্তু জেলাশাসক তাদের জানিয়ে দেয় স্মারকলিপি জমা নেবেন মাইনরিটি সেলের আধিকারিক। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি বিধায়করা। জেলাশাসকের দপ্তরের গেটের মুখেই বসে পড়েন তারা।
এ বিষয়ে, মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন জানান “পাকিস্তানী দের খুঁজে বের করে পাকিস্তানে তাড়িয়ে দেও এই নিয়েই আমাদের আজ আন্দোলন কর্মসূচি, আজ আমরা জেলাশাসকের করণে স্মারকলিপি দিতে এসেছি কিন্তু সেই স্মমারকলি জেলাশাসক জমা না নিয়ে সংখ্যালঘু সেলের অফিসারের কাছে জমা দিতে বলা হয়েছে।”
এই নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে জেলাশাসক অফিসের গেটের সামনে বিজেপির বিধায়ক এবং নেতৃত্বরা অবস্থান বিক্ষোভে বসে। এরপরেই কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ আধিকারিক, আইসি তপন পাল এসে তাদেরকে সরতে বললেও তারা সরতে নারাজ ছিল। তাদের বক্তব্য বিগত জেলাশাসককে স্মারকলিপি জমা করতে এলে তিনি দেখা করছেন না, বিগত কয়েকবার থেকে এমনটাই হচ্ছে।
অবশেষে ঘন্টা দুয়েক পর তারা সেই অবস্থান বিক্ষোভ থেকে সরে যান, স্মারকলিপি জমা করেননি। পরবর্তীতে আবার স্মারকলিপি প্রদান করতে আসবেন বলে জানিয়েছেন।