কুকুরের হামলার হাত থেকে ময়ূরকে বাঁচিয়ে বনদপ্তরের হাতে তুলে দিলেন গ্রামবাসী। ঘটনা টি ঘটেছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী গ্রামের উদ্যানপাড়া এলাকার । রাতে ভয়ংকর ঝরে কোনভাবে দিক ভ্রষ্ট হয়ে গ্রামে উড়ে আসে এই ময়ূর টি। সকালবেলা এলাকার বাসিন্দা ভবেশ শীল চাষের খেতে ভেন্ডি তোলার কাজ করছিলেন। সেই সময় পূত্রবধূ স্বপ্না মহন্ত ময়ূর টিকে দেখতে পায়। কুকুর ময়ূরকে খাবার উদ্দেশ্যে তারা করছে, কুকুরের হামলায় ময়ূর টির ডানায় আঘাত লাগে। ভবেশ্বর শীল এবং তার পুত্রবধূ ময়ূর টিকে কুকুরের হাত থেকে রক্ষা করে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন খবর দেন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং সেই আহত ময়ূর টিকে উদ্ধার করে নিয়ে যান।লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে তার চিকিৎসা করা হবে বলে জানিয়েছে বনদপ্তর।
তবে কিভাবে এত দূরে ময়ূরটি উড়ে এলো চিন্তায় পড়েছে বনদপ্তর এর কর্মীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাবারের সন্ধানে জঙ্গল থেকে শহরে চলে এসেছিল ময়ূরটি কারণে কোনোভাবে গাছের মধ্যে আশ্রয় নিয়েছিল সকালবেলা কুকুরের দল ময়ূর টিকে দেখতে পেয়ে হামলা চালায়।
