কাজের টোপ দেখিয়ে ঢোলাহাটের এক মহিলাকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে সোমবার গভীর রাতে এক যুবককে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম রাকিব হোসেন গায়েন (২৭)। তাকে ঢোলাহাটের বেলুনি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ৩৭৬(২)(এন), ৩৭৯, ১২০ বি ও ৫০৬ ধারায় মামলা রুজু করে। মঙ্গলবার তাকে কাকদ্বীপ মহাকুমা আদালতে পাঠানো হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে, নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোলাহাট থানার বছর বাইশের এক মহিলাকে কাজের টোপ দিয়ে গত ফেব্রুয়ারি মাসে পাথরপ্রতিমা রামগঙ্গার একটি হোটেলে নিয়ে যায় ঢোলাহাট থানার বেলুনি গ্রামের বাসিন্দা বছর সাতাশের রাকিব হোসেন গায়েন। সেখানে নিয়ে গিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে ওই নির্যাতিতা। সোমবার ঢোলাহাট থানায় রাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে বেলুনি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
