বিশ্বকাপের পর কলম্বিয়াকে হারিয়ে কোপা ফাইনাল জিতল আর্জেন্টিনা
গমগম করছিল মিয়ামির হার্ডরক স্টেডিয়াম। লিওনেল মেসির চেনা মাঠ। এদিন মায়মির হার্ড রক স্টেডিয়ামে কোপা ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ৯০ মিনিট অবধি আর্জেন্টিনা ও কলম্বিয়া কোনও গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে চোট পান মেসি। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। বাকি খেলাটা দেখতে হল বেঞ্চে বসে। মুখে উদ্বেগ, তখনও গোল পায়নি দল। গোড়ালি থেকে পা ফুলে ঢোল। মাথাচাড়া দিয়েছিল পুরোনো চোট। অগত্যা তুলে নিতে হল ম্যাচ থেকে।বেঞ্চে বসে কাঁদতে দেখা যায় তাঁকে।
ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ অবধি স্কোরলাইন ছিল ০-০। এরপর ১১২ মিনিটে ছবিটা বদলে যায়। লো সেলসোর বাড়ানো বল ধরে কলম্বিয়া কিপারকে পরাস্ত করেন লাউতারো মার্টিনেজ।
পরপর দুই বছর কোপা চ্যাম্পিয়ন হলেন মেসি। এদিন ট্রফি নেওয়ার সময় সঙ্গে রেখেছিলেন দি মারিয়াকেও। ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন দি মারিয়া। কোপা ফাইনাল ছিল তাঁর শেষ ম্যাচ। এই জয়ের সঙ্গে সবথেকে বেশি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ল লিওনেল মেসির দল।