আবারো বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর

“ওরা একটা ফ্রেম ভাঙবে , ওদের দশটা ফ্রেম ভেঙে দিতে হবে”।- ঠিক এই ভাষাতেই ফের প্রকাশ্য সভায় বিজেপির ফ্লেক্সের ফ্রেম ভেঙে দেওয়ার হুশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বৃহস্পতিবার বিকেলে দিনহাটা ২ নম্বর ব্লকের গোবরাছরা নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের আবুতারা এলাকায় তৃণমূলের দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন মন্ত্রী উদয়ন গুহ। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি আসতে আসতে দেখছিলাম রানিরহাটে দেখছিলাম জগদীশের ব্যানার কাঠের ফ্রেম করে লাগানো ফ্লেক্স তার অর্ধেক করে দিয়েছে, অর্ধেকটা শুধু জগদীশের মুখ রয়েছে বাকি অর্ধেক নেই। সেখানে বিজেপির পতাকা উড়ছে । এখানে মাথা ঠান্ডা রাখার ব্যাপার নেই,ওরা একটা ফ্রেম ভাঙবে , ওদের দশটা ফ্রেম ভেঙে দিতে হবে। নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রীর এ ধরনের হুঁশিয়ারি ঘিরে আবারও শুরু হলো বিতর্ক।

উদয়ন গুহ, (উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী)

যদিও উদয়ন গুহর এই বক্তব্যের পাল্টা বিজেপি নেতাও অজয় রায়। তিনি কটাক্ষ করে বলেন – কুকুরের লেজ যেমন সোজা হয় না সেরকমভাবে উদয়ন গুহ কথা কোন পরিবর্তন হয় না উনি যত আমাদের ফ্লেক্স ভাঙবেন তত বিজেপির ভোট বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *