ওয়াকফ আইন নিয়ে রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর
কলকাতা ব্যুরো : সংশোধিত ওয়াকফ আইন নিয়ে জেলায় জেলায় তৈরি হয়েছে উত্তেজনা। কোথাও কোথাও তা হিং*সাত্মক আকার নিয়েছে। এই অবস্থায় রাজ্যবাসীকে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে নিজের সমাজমাধ্যম পোস্টে তিনি লিখেছেন, কেন্দ্রের এই নতুন আইনকে রাজ্য কোনও ভাবেই সমর্থন করে না। রাজ্যে এই আইন বলবৎ হবে না। এরপরও বিভিন্ন জেলায় কেন হিংসা হচ্ছে? পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা হিংসার আশ্রয় নিচ্ছে, তাদেরকে কাউকেই রেয়াত করা হবে না।
এদিন মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে লিখেছেন, ‘নতুন এই আইনটি আমরা করিনি। আইন কেন্দ্রীয় সরকার করেছে। তাই যদি কোনও উত্তর চাইতে হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।’ রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির জন্য তিনি রাজনৈতিক দলের চক্রান্তকে দায়ী করেছেন। তিনি লিখেছেন, ‘কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলের কাছে আবেদন—শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।’
এদিকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমও রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছেন। তাঁরা রাজ্যবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন, গুজবে কান দেবেন না। বেশ কিছু জেলায় গুজবের কারখানা চলছে। যারা এই গুজব ছড়াচ্ছে, তাদেরকে চিহ্নিত করে যথাযথ শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্য পুলিশের দুই পদস্থ কর্তা।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় ওয়াকফ আইন নিয়ে হিংসা ছড়াচ্ছে। এই অবস্থায় রাজ্যবাসীকে সংযত থাকতে সাবধান করে দেওয়া হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, সুতি, শমসেরগঞ্জে অশান্তি সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে শনিবার সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি এদিন বলেন, ‘মানুষের জীবন রক্ষা করার দায়িত্ব আমাদের। যেখানে যতটুকু প্রয়োজন পুলিশ পদক্ষেপ নিচ্ছে। কিন্তু পুলিশের সংযমকে দুর্বলতা হিসেবে নেবেন না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
পাশাপাশি গুজব নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছেন রাজীব কুমার। এই বিষয়ে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। তিনি বলেন, গুজব তৈরির কারখানা চালানো হচ্ছে। সকলে সতর্ক থাকুন। ইতিমধ্যেই হিংসা ছড়ানোর অভিযোগে ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে এদিন সাংবাদিক বৈঠকে পুলিশের তরফে জানানো হয়েছে।
এদিকে জঙ্গিপুরে ওয়াকফ আইন-এর বিরুদ্ধে হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘গণতন্ত্রে প্রতিবাদ করা যায়। কিন্তু তার মানে এই নয় প্রতিবাদের নামে বিশৃঙ্খলা করতে হবে। এবং তা একেবারেই কাম্য নয়। যারা বিশৃঙ্খলা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *