সাংবাদিক বৈঠকে শুক্রবার রামনবমীর দিন মিছিল পালনের জন্য বিশ্ব হিন্দু পরিষদের একটি চিঠি এবং পালটা পুলিশের গাইডলাইন নিয়ে একটি নির্দেশিকা দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ভগবান রামচন্দ্র তো শক্তি-সংযম-ত্যাগের প্রতীক। তাঁর পুজোতে DJ বাজানো হচ্ছে কেন? কোমরে বন্দুর ঝুলিয়ে শোভাযাত্রা কেন করা হচ্ছে? এ কেমন রামনবমী পালিত হচ্ছে বাংলায়?”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “রামনবমীর নামে শোভাযাত্রাতে গুণ্ডামি করা হয়েছে। এলাকার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। ফলওয়ালার ঠেলায় জ্বালিয়ে দেওয়া হয়েছে। উগ্রভাবে DJ বাজানো হয়েছে। ২০১১ সালে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন। কই সে সময় তো এমন হত না। ২০১৪ আর ২০১৬ সালেও রামনবমীর এমন শোভাযাত্রা হয়নি। রাজ্যটাকে এরা পৈতৃক সম্পত্তি ভেবে ফেলেছে। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রাজ্যের সৌহাদ্য ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *