কোচবিহার :
এবার সপ্তাহে সাত দিন চলবে কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা। এতদিন সপ্তাহে ছয় দিন চলতো কলকাতা কোচবিহার বিমান এর এই পরিষেবা। রবিবার বন্ধ থাকতো। যাত্রীদের ভালো চাহিদা থাকায় এবার সপ্তাহের সাত দিনেই চলবে বিমান,এমন সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থা।ফেব্রুয়ারিতে বিমান পরিষেবা চালু হওয়ার সময় সপ্তাহে পাঁচ দিন, পরবর্তীতে ছয় দিন বিমান চলতো, এবার থেকে সপ্তাহে সাত দিনই চলবে এই বিমান পরিষেবা।
কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান এ বিষয়ে জানান, “পহেলা জুন থেকে সপ্তাহের প্রতিদিন বিমান পরিষেবা চলবে।আগামী দিনে আরো ভালোভাবেই বিমান চলুক এটাই চাই। এই বিমান পরিষেবায় যাত্রীদের যথেষ্ট চাহিদা আছে।”