লোকসভার ভোট আসার সঙ্গে সঙ্গে বাংলায় এসে একাধিকবার সুর তুলেছেন নরেন্দ্র মোদি। সন্দেশখালি ইস্যু নিয়ে সরব হয়েছে। অমিত সাহ থেকে শুভেন্দু অধিকারী , বাংলায় মোট কত আসন বিজেপি দখলে যাবে তা নিয়ে ভবিষ্যৎ বাণী করলেন নরেন্দ্র মোদি।

তিনি ব্যাখ্যা দিয়ে বলেন ২০১৯ এ ১৮ টি আসন বিজেপি ঝুলিতে এসেছিল। এবারের পশ্চিমবঙ্গে অন্তত ৩৫ টি আসনে জিতবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে এই সবকিছুকেই ছাপিয়ে দিয়েছে নরেন্দ্র মোদির উত্তর।

বাংলায় কত আসন পাবে BJP?
নরেন্দ্র মোদী বলেন, ‘কিছু মানুষের সমস্যা, তারা ১০ বছর পরেও বিশ্বাস করতে প্রস্তুত নয় এই দেশের নাগরিকরা তাদের প্রধানমন্ত্রী হিসাবে মোদী নামে কাউকে নির্বাচিত করেছেন। একটি অংশ আছে, যারা দেশের রায় মানতে রাজি নন। এটা একটা বাস্তব। দেশের মানুষ আমাদের সমর্থন করছে। আপনি ভেবেছিলেন যে এটি ঘটবে না। এটা আপনার ভুল।’ এসব কথা শুনে বোঝার বাকি নেই যে তিনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছেন। তিনি আরো বলেন , আমি সম্প্রতি মালদায় ছিলাম। সেখানে দেখলাম, মানুষ বিশ্বাস করে কেন্দ্রে একটি শক্তিশালী এবং স্থিতিশীল সরকার রয়েছে এবং বাংলারও এর থেকে উপকৃত হওয়া উচিত। তৃণমূলের শাসনে নারীরা অত্যাচারের শিকার হচ্ছেন। সন্দেশখালির ঘটনা গোটা জাতিকে নাড়া দিয়েছে। জনগণের ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং তারা এই প্রক্রিয়ায় তাদের ক্ষোভ উগরে দেবে। তাঁদের এই ক্ষোভ স্বাভাবিক।’নরেন্দ্র মোদী আরও বলেন, ‘বাংলায় নোটের স্তুপ বাজেয়াপ্ত করতে দেখেছে মানুষ। এত টাকা মিলতে দেখেছেন আগে? সাম্প্রতিক বছরগুলিতে, আপনি ৫০ কোটি, ২৫০ কোটি, ৩০০ কোটি টাকা উদ্ধার হতে দেখেছেন। গোটা দেশ হতবাক। যতই আড়াল করার চেষ্টা করা হোক না কেন, মানুষ এখন বোঝে এই সমস্ত লোকেরা লুটেরা।’ তাকে যখন প্রশ্ন করা হয় বাংলায় আসনের সংখ্যা কি বাড়তে পারবে তখন তিনি বলেন, ‘ অবশ্যই। বাংলায় ক্লিন সুইপ হবে।’

বিহারে কত আসন পাবে BJP?
BJP বিহারে জেডিইউ নেতা নীতীশ কুমারের সঙ্গে জোটে রয়েছে । ২০১৯ সালের ৪০ টি আসনের মধ্যে ৩৯ টি আসন জিতেছিল NDA। সেখানকার ফলাফল এবারে কি হবে? কি আশা করছেন তিনি ? সেখানে উত্তর দেন, প্রথমে আমরা একসঙ্গে বিধানসভা নির্বাচনে লড়েছি। জনগণের নির্দেশে আমরা আবার একসঙ্গে আছি। আমি সম্প্রতি বিহারে ছিলাম এবং আমি স্পষ্ট দেখতে পেয়েছি মানুষ কী চাইছেন। এই গরমে যখন কোনও তাঁবু বা কিছু নেই, তখনও লাখ লাখ মানুষ আমাদের সমর্থন করতে পৌঁছে গিয়েছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আগে আমরা বিহারে এক আসনে হেরেছি, কিন্তু, এবার হয়ত একটা আসনও হাতছাড়া না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *