Tuesday, March 5, 2024
Homeআলিপুরদুয়ারএবার পূজোয় আলিপুরদুয়ার শহরে বুর্জ খলিফার আদলে মণ্ডপ

এবার পূজোয় আলিপুরদুয়ার শহরে বুর্জ খলিফার আদলে মণ্ডপ

মিল্টন সরকার:
দুর্গোৎসবে কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পর বিভিন্ন জায়গাতেই দুবাইয়ের বুর্জ খলিফার আদলে বিশালাকার মণ্ডপ তৈরি হচ্ছে। এবার সেটা দেখা যাবে আলিপুরদুয়ারে, যা সকলের নজর কাড়বে বলেই দাবি উদ্যোক্তাদের। আলিপুরদুয়ার লোহারপুল ইউনিট দুর্গাপূজা কমিটির তরফে বুর্জ খলিফার আদলে মণ্ডপ তৈরির কাজ বর্তমানে চলছে জোরকদমে। জানা গেছে ৭১ তম বর্ষের এই পূজোয় ৩৫ লক্ষ টাকার বাজেট রয়েছে।

পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, প্রায় ১১৪ ফুট উচ্চতাসম্পন্ন এই মণ্ডপটি চওড়ায় থাকছে ৫৫ ফুট। কলকাতার শ্রীভূমির পুজোয় বুর্জ খলিফার আদলে মণ্ডপটি যেভাবে চমক দিয়েছিল ঠিক একইরকমভাবে এখানেও সেই চমক দিতে চেষ্টার কোনওরকম ত্রুটি রাখতে চাইছেন না আয়োজকরা। মণ্ডপসজ্জায় থাকছে চন্দননগরের আলোর কারসাজিও। যা দেখতে এখন থেকেই মানুষজনের ভিড় জমতে শুরু করেছে।

লোহারপুল ইউনিট পূজা কমিটির সম্পাদক অজিত ঘোষ জানিয়েছেন, আমরা বরাবর বিগ বাজেটের পুজো করে জেলাবাসীকে চমক দিয়ে থাকি। গত দুবছর করোনার কারণে সেভাবে পুজো হয়নি, তবুও বিধিনিষেধ মেনেই আমরা দর্শনার্থীদের ভালো পুজো উপহার দেবার চেষ্টা করেছি। এ বছর বুর্জ খলিফার আদলে আমাদের মন্ডপ তৈরি হচ্ছে, আশা করি এ বছর রেকর্ড সংখ্যক দর্শনার্থীর পদার্পণ হবে আমাদের পুজো মন্ডপে। পূজোর পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচিও থাকছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments