দিনহাটা:
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো পাঁচজন নেতাকর্মী। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বাসভবনে তার হাত ধরে এই পাঁচজন বিজেপি কর্মীসমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী নিজেই। এদিন বিজেপির তিন নম্বর মন্ডল সম্পাদক বিশ্বজিৎ সরকার সহ পাঁচজন তৃণমূলে যোগ দেন বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব। যোগদানের পর এই কর্মীরা বলেন বিজেপি হিংসার রাজনীতি করছে। বিভিন্নভাবে খুনের রাজনীতি করছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নকে এগিয়ে নিতে যেতেই স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করলাম।