ফের ধর্মের দোহাই দিয়ে ধর্ষণের হুমকি। ‘মুসলিম মহিলাদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ করব’, প্রকাশ্যে হুমকি দিলেন উত্তরপ্রদেশের এক হিন্দু মহন্ত। ভিডিও ভাইরাল হতেই যোগী (Yogi Adityanath) রাজ্যে তুঙ্গে বিতর্ক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, বজরং মুনি দাস (Bajrang Muni Das) নামের এক হিন্দু মহন্ত প্রকাশ্যেই মুসলিম মহিলাদের ধর্ষণ করার হুমকি দিচ্ছেন। উত্তরপ্রদেশের খাইরাবাদ শহরের মহর্ষি শ্রী লক্ষণ দাস উদাসীন আশ্রমের ওই মহন্ত এক শোভাযাত্রা চলাকালীন বলেন,”যদি মুসলিমরা কোনও হিন্দু মেয়েকে উত্যক্ত করে, তাহলে আমি নিজে মুসলিম মহিলাদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ করব।” মহন্তর সেই নিদান শুনে সমস্বরে ‘জয় শ্রীরাম’ (Jai Sree Ram) ধ্বনি দিয়ে ওঠে সমবেত জনতা। দেওয়া হয় হাততালিও। ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।

জানা গিয়েছে, ওই ঘটনাটি আসলে ২ এপ্রিলের। নবরাত্রি উপলক্ষে এক শোভাযাত্রায় কথাগুলি বলেন বজরং মুনি দাস নামের ওই মহন্ত। তাঁর বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি উত্তরপ্রদেশ পুলিশ। তবে সীতাপুর (Sitapur) পুলিশের তরফে জানানো হয়েছে, একজন উচ্চপদস্থ আধিকারিক ঘটনার তদন্ত করছেন। ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে সীতাপুর পুলিশ।

এই ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় বইতে শুরু করেছে। এভাবে মহিলাদের নামে কুরুচিকর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *