ইঁদুর মারতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ হারালেন এক ব্যক্তি।মৃতের নাম অভয় ওরফে রবিন মন্ডল(৫৩)।ঘটনাটি ঘটেছে শনিবার ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গড়খালি গ্রামে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে,পেষায় চাষী রবিন মন্ডল।খরা ধান চাষ করেছিলেন।ইদানিং চাষের জমিতে ইঁদুরের উপদ্রব বেড়ে গিয়েছিল।ইঁদুর মারার জন্য চাষের জমির পাশে জিআই তারের মাধ্যমে বিদ্যুৎবাহী তার দিয়ে রেখেছিলেন।যাতে করে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইঁদুর মারা য়ায়। শনিবার সন্ধ্যায় পরিস্থিতি দেখতে বেরিয়েছিলেন।মাঠের মধ্যে সেখানে আচমকা বিদ্যুতের আর্থিং তার বুকের মধ্যে লাগলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয়। এদিকে রাত আটটা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুঁজি করেন।পরে চাষের জমি থেকে মৃতদেহ উদ্ধার করেন মৃতের পরিবারের সদস্যরা।রাতেই মৃতদেহ বাড়িতে নিয়ে আসে।দেহ সৎকারের পরিকল্পনা করে পরিবারের সদস্যরা।এমন ঘটনা লোক জানাজানি হতেই খবর যায় ক্যানিং থানার পুলিশের কাছে। শনিবার রাত প্রায় ১ টা নাগাদ ক্যানিং থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্যদিকে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
