মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আঙ্গিক ভিত্তিক আলিপুরদুয়ার জেলা লোকশিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত হলো চিলাপাতায়। সেখানকার একটি রিসোর্টে এই অনুষ্ঠান আয়োজিত হয়। পরিচালনায় ছিল লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এবং সহযোগিতায় আলিপুরদুয়ার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন, বঙ্গরত্ন প্রমোদ নাথ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আলিপুরদুয়ার রিজিওনের এসিস্ট্যান্ট ম্যানেজার উৎসেন্দু তালুকদার, প্রবীন রাভা লোকশিল্পী ধীরেন রাভা,প্রশিক্ষণের প্রশিক্ষক মাতোল রাভা ও জোৎস্না রাভা ছাড়াও অন্যান্য অতিথি বর্গ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকশিল্পের বিকাশ ঘটাতে জেলায় জেলায় শুরু হয়েছে জেলা লোকশিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালা। লোকশিল্পীদের প্রসার ও প্রচারই এর লক্ষ্য।