Oplus_16777216

আলিপুরদুয়ার জেলার খোয়ারড়াঙ্গা-১ গ্রাম পঞ্চায়েতে জমির পাট্টা বিতরণ কর্মসূচি, ৭২ জনকে জমির অধিকারপত্র প্রদান করা হলো

আলিপুরদুয়ার: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সোমবার আলিপুরদুয়ার জেলার খোয়ারড়াঙ্গা-১ গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হল জমির পাট্টা বিতরণ কর্মসূচি। এদিন মোট ৭২ জন উপভোক্তার হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয় সরকারি পক্ষ থেকে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। সঙ্গে ছিলেন আরও বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিক।

সরকারি সূত্রে জানানো হয়েছে, এই পাট্টা প্রদান মূলত ভূমিহীন ও গৃহহীন মানুষের স্বপ্নপূরণের একটি পদক্ষেপ। জমির আইনি অধিকার পাওয়ায় উপভোক্তারা ভবিষ্যতে সরকারি প্রকল্পে অংশগ্রহণ ও গৃহনির্মাণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। পাট্টা হাতে পেয়ে অনেকেই জানান, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে আরও উপভোক্তাকে এই ধরনের সুবিধা দেওয়া হবে।

জেলা সভাপতি প্রকাশ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবকিছু সম্ভব হচ্ছে। এর আগেও বহু মানুষকে জেলা জুড়ে পাট্টা দেওয়া হয়েছে, আজ ৭২ জন জমির পাট্টা পেল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *