আজ ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আলিপুরদুয়ার দুই নাম্বার ব্লকের কোহিনুর চা বাগান খেলার মাঠে বিশ্ব আদিবাসী দিবস পালন করলো আলিপুরদুয়ার জেলা প্রশাসন। বুধবার ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন সেই বক্তব্যের শেষে দুপুর আনুমানিক দুটা ৩০ মিনিট নাগাদ কোহিনুর চা বাগান খেলার মাঠে বির বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুস্পার্ঘ্য অর্পণ করে জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জলন করে বিশ্ব আদিবাসী দিবসের শুভ আরম্ভ করেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।এদিন এলাকার বেনি ফিসারিদের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বাড়াইক,SJDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান মৃদুল গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।