Monday, October 2, 2023
Homeকোচবিহারআর বাড়ি ফেরা হলো না! ট্রেন দুর্ঘটনায় নিহত দিনহাটার জিসান আলম

আর বাড়ি ফেরা হলো না! ট্রেন দুর্ঘটনায় নিহত দিনহাটার জিসান আলম

দিনহাটা:


বাঙ্গালোর থেকে বাড়ি ফিরছিলেন দিনহাটা এক নং ব্লকের ওকড়াবাড়ির মহেশ্বর গ্রামের জিসান আলম। বাড়িতে আছে ৮ মাসের অন্তঃসত্তা স্ত্রী। পরিবারের লোক ভেবেছিলেন ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরলে সকলে মিলে একসঙ্গে সুখে শান্তিতে থাকবেন কিন্তু এক লহমায় যেন বিষাদের সুর জিসানদের পরিবারে। শুক্রবার রাতে উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। তারপর থেকেই নিখোঁজ ছিলেন জিসান আলম। তার পরিবার নানা রকম ভাবে যোগাযোগ করার চেষ্টা করলেও তার কোনোভাবেই যোগাযোগ মিলছিল না। জেলা প্রশাসনের সূত্রে খবর ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোচবিহার জেলায় রয়েছে মোট সাতজন। তারমধ্যে কয়েকজন নিখোঁজ। রবিবার দুপুরে হঠাৎ করেই জানা যায় সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে জিসান আলম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই জানিয়েছেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
মৃত্যু সংবাদ শুনতে পেয়েই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। জানা গেছে কিছুক্ষণ বাদেই জিশানের মৃতদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তার পরিবার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments