আবেগের বশেই বিশ্রী ভুল করে ফেললেন আর্জেন্টিনার তরুণী সমর্থক। দলের জয়ের পর ভরা গ্যালারিতেই পোশাক খুলে ফেললেন তিনি। আর তাতেই এখন চরমে বিপাকে পড়তে হচ্ছে তাঁকে।

আগেই কাতারের (Qatar) তরফে বলা হয়েছিল, ভিন দেশ থেকে আসা মহিলাদের পোশাক হবে ‘ভদ্রস্থ’। শরীরে ঊর্ধ্বাংশ যেন ঠিক ভাবে ঢাকা থাকে। ‘অশালীন’ পোশাক পরা মহিলাদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। কাতারের আইন অনুযায়ী মহিলাদের গোটা শরীর ঢাকা পোশাক পরতে হয়। এর অন্যথা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। এক্ষেত্রেও সেই আইনই কার্যকর হবে। ফলে গ্যালারিতে পোশাক খোলা ওই তরুণীকে ভালমতোই বিপাকে পড়তে হতে পারে।

ফিফার (FIFA) ওয়েবসাইটে স্পষ্ট করা হয়েছে, যে দেশে খেলা সেখানকার নিয়ম মানতে হবে। সেখানকার সংস্কৃতিকে শ্রদ্ধা করতে হবে। খোলামেলা পোশাকে স্টেডিয়ামে যাওয়া চলবে না। ক্লিভেজ দেখানো যাবে না, মিনি স্কার্ট পরা যাবে না। অন্যথায় জেলবন্দি হতে হবে। জরিমানাও হতে পারে। কাঁধ, কনুই এবং পা ঢেকে আসতে হবে। আঁটসাঁট পোশাক পরা যাবে না। নিষেধাজ্ঞা শুধু স্টেডিয়ামে নয়, সর্বত্র কার্যকর হবে। অথচ এই তরুণী খোলা স্টেডিয়ামেই পোশাক খুলে ফেললেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *