আবারও বিচ্ছেদের গুঞ্জন বচ্চন পরিবারের!
অভিষেক বচ্চন আর ঐশ্বর্য্য রাই বচ্চনের সম্পর্কের বিচ্ছেদের জল্পনার মধ্যেই বচ্চন পরিবারে আরও এক ভাঙনের খবর! সূত্রে খবর, বচ্চন পরিবারের নাতনি নব্যা নাভেলি নন্দা-র সঙ্গে নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে সিদ্ধান্ত চতুর্বেদীর?
সিদ্ধান্ত নতুন বছরের শুরুতে একটি লম্বা পোস্ট এ লেখেন, হয়তো অনেক কিছুর জন্যই মনখারাপ রয়েছে, অনুশোচনা রয়েছে, কিন্তু কোনওটিই তোমার সঙ্গে দেখা না হওয়ার সমান নয়। হয়তো আমরা সারা রাত মেসেজ পাঠাব। শান্ত থাকব। কিন্তু ঠিক ১১টা ৫৯-এর কাছাকাছি সময়ে আমার চারপাশ রঙহীন হয়ে পড়বে, আমি শুধু তোমার সুরেলা কণ্ঠ শুনতে চাইব। তার পর শুয়ে পড়ব, আগামী কয়েক দশকের সিদ্ধান্ত নেব। শুভ নববর্ষ জোজো।’
কিন্তু কে এই জোজো? তা এখনো পর্যন্ত জানা যায়নি ।
নব্যা ও সিদ্ধান্ত একে অপরের ছবি দেন আরেকরকম হাস্যকর কমেন্ট করত। এছাড়াও ছবিতে লাইক করতো একে ওপরের। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তাদের এইসব কোন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। দুজনে দুজনের সোশ্যাল মিডিয়া একাউন্ট এড়িয়ে চলছে। সেই থেকে জল্পনা শুরু হয়েছে যে তাদের মধ্যে হয়তো বিচ্ছেদ হয়ে গিয়েছে।