আজ বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চাকরিহারাদের
জল কোন দিকে গড়াতে চলেছে তা এখনও স্পষ্ট নয়। চাকরিহারা যোগ্য প্রার্থীরা একদিকে মাঠে নেমে আন্দোলন করছেন, আবার অন্যদিকে আলোচনার পথও খোলা রেখেছেন। সূত্রের খবর, আজ, শুক্রবার বেলা ৩ টের সময় বিকাশ ভবনে হবে বৈঠক। বৈঠকে শিক্ষমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন শিক্ষা দফতরের দুজন আধিকারিক। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ের পড়ে এবার চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। শুক্রবারই হবে সেই বৈঠক। একদিকে, স্কুল সার্ভিস কমিশনের অফিসে অভিযান চালানোর কর্মসূচি রয়েছে চাকরিহারাদের। অন্যদিকে হবে বৈঠকও। উপস্থিত থাকবেন চাকরিহারা শিক্ষক- শিক্ষাকর্মীদের ৮ জন প্রতিনিধি। বুধবার রাত থেকেই এসএসসি দফতরের সামনে অবস্থানে বসেছেন চাকরিহারারা। বৃহস্পতিবার থেকে সেখানে শুরু হয়েছে অনশন আন্দোলন। রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। যোগ দিচ্ছে বিরোধী রাজনৈতিক দলও। এরই মধ্যে শিক্ষামন্ত্রীর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বুধবার চাকরিহারাদের আন্দোলন নিয়ে উস্মা প্রকাশ করেছেন ব্রাত্য বসু। তিনি বলেন, একদিকে সরকারের সঙ্গে আলোচনা চলেছে, এর মধ্যে আবার DI অফিসে আন্দোলন কেন? তবে তাঁর কথাকে উপেক্ষা করে চাকরিহারারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন দেখার শুক্রবারের সভায় ব্রাত্য বসু কোন বার্তা দেন চাকরি হারাদের। তবে আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, যোগ্য ও অযোগ্য নামের তালিকা যতদিন সরকার আদালতের কাছে পেশ করবে না, ততদিন কোনোভাবেই এই সমস্যার সমাধান হবে না।