জোড়া জনসভা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ! ভোটের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলো আসন দখলের ক্ষেত্রে তত বেশি তৎপর হয়ে উঠছে। দেশ জুড়ে সপ্তম দফায় ভোট , বাংলাতেও
হচ্ছে সাত দফায়। ১৯শে এপ্রিল প্রথম দফার ভোট
শুরু হচ্ছে উত্তরবঙ্গে। এবার এই উত্তরবঙ্গ টার্গেট করে
আজ অর্থাৎ
৫ এপ্রিল জোড়া জনসভা হতে চলেছে
তৃণমূলের পক্ষ থেকে।
সভাতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাক
বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম জনসভা
তুফানগঞ্জে।
আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী
প্রকাশ চিক বরাইক এর সমর্থনে তুফানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মা
ঠে হতে চলেছে। সময় বেলা ১২টা । অন্য দিকে দ্বিতীয় জনসভা তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে হতে চলেছে
এবিপি সি গ্রাউন্ড, জলপাইগুড়ি। সময় দুপুর ১
টা।
২০১৯
সালে আলিপুরদুয়ারের আসন হারায় তৃণমূল। বিজেপি প্রার্থী
জন বারলা জয়ী হন। এবার পাঁচ বছর পর সেই আসন দখলের যুদ্ধে মাটি কামড়ে ধরার চেষ্টায় রয়েছে তৃণমূল। কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধে কে জয়ী হবে ? তা অপেক্ষমান !