আগামী ১০ দিনের মধ্যে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। মঙ্গলবার তেমনই ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মাধ্যমিকের ফলপ্রকাশের সময় নিয়ে বলেন তিনি। জানান, যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ। আগামী সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের (Madhyamik Exam) ফলপ্রকাশ করা যাবে বলে আশাবাদী তিনি।