আগামী রবিবার প্রাথমিক টেট। বেলা ১২টা থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা। পরীক্ষার্থীদের দু’ঘণ্টা আগে ‘রিপোর্ট’ করতে বলা হয়েছে। অন্যান্য দিনের তুলনায় বাস, ট্রেন, মেট্রোয় যাত্রীসংখ্যা বাড়বে অনেকটা। ঠিকঠাক যাত্রী পরিষেবা দেওয়াই বড় চ্যালেঞ্জ। সেকথা মাথায় রেখে ছুটির দিনে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলবে বেশি সংখ্যক বাস ও ট্রেনও।
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার বাড়ছে ৮টি মেট্রো। সব মিলিয়ে মোট ১৩৮টি মেট্রো চলবে। প্রয়োজনে আরও বেশি সংখ্যক মেট্রোও চালানো হতে পারে। রবিবার সাধারণত ১৫ মিনিটের ব্যবধানে চলে মেট্রো। তবে টেট পরীক্ষার শুরুর আগে পর্যন্ত সাত মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে। বিকেলের দিকে ১০ মিনিট অন্তর মিলবে মেট্রো।
এছাড়া টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বেশ কয়েকটি স্টেশনে কর্মীরা প্রস্তুত থাকবেন। মহানায়ক উত্তর কুমার, এসপ্ল্যানেড, শোভাবাজার-সুতানুটি, দমদম, দক্ষিণেশ্বরে বাড়তি ভিড়ে আশঙ্কা করা হচ্ছে। সে কারণে ওই স্টেশনগুলিতে বাড়তি কর্মী মোতায়েন করা হবে।