প্রেমানন্দ মহারাজের কাছে অনুষ্কা বিরাট

একদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন বিরাট কোহলি। এরপর মঙ্গলবার স্ত্রী অনুষ্কাকে নিয়ে প্রেমানন্দ মহারাজের আশ্রমে পৌঁছে যান তিনি। সকালে সাদা গাড়িতে চেপে বৃন্দাবনের শ্রী রাধাকেলঞ্জ আশ্রমে পৌঁছোন দু’জনে। এই সময় তাঁরা দুজনেই মহারাজের সঙ্গে শুধু দেখাই করেননি, তাঁর কাছ থেকে ধর্ম ও আধ্যাত্মিকতার কথাও শুনেছেন এবং শিখেছেন। প্রেমানন্দ মহারাজ তাঁদের জানিয়েছেন কখন এবং কীভাবে ঈশ্বরের কৃপা পাওয়া যায়। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের সঙ্গে বিরাট-অনুষ্কার দেখা এবং জ্ঞান অর্জনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে ভজন মার্গ। যেখানে দেখা যায় বিরাট ও আনুষ্কা প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ গ্রহণ করেন। তারপর দুজনেই মহারাজের সামনে হাঁটু গেড়ে হাত জোড় করে বসেন।

 

মহারাজজি তাঁদের কাছে জানতে চান, তাঁরা খুশি কিনা? ইতিবাচক সাড়া পেয়ে তিনি বলেন, ‘এমনটাই হওয়া উচিত।’ এরপর প্রেমানন্দ মহারাজ তাঁদের উভয়কে পার্থিব ভোগ-বিলাস যে মিথ্যা, সেকথাই ব্যাখ্যা করেছেন। কখন এবং কীভাবে ঈশ্বরের কৃপা কারও উপর নেমে আসে সেকথাও জানান তিনি। বিরাট ও অনুষ্কাকে সেসময় মহারাজের কথা পূর্ণ নিষ্ঠার সঙ্গে শুনতে দেখা যায়। মহারাজ বলেছেন, ‘ভগবান যখন কাউকে কৃপা করেন, তখন সেটা বৈভব প্রাপ্তির কৃপা নয়, এটা পুণ্য। গৌরব ও খ্যাতি বৃদ্ধি ঈশ্বরের অনুগ্রহ বলে মনে করা হয় না. অন্তরের চিন্তাভাবনা পরিবর্তন করা ঈশ্বরের কৃপা বলে মনে করা হয়। যাতে আপনার অসীম জন্মের সংস্কারগুলি ধ্বংস হবে এবং পরেরটি খুব ভাল হবে। আমাদের স্বভাব বহির্মুখী হয়ে গেছে। এর বাইরে যশ, কীর্তি, লাভ, বিজয় এসব বাহ্যিক বস্তু থেকে আমরা সুখ পাই। ভিতরে ভিতরে খুব কমই কেউ উদ্বিগ্ন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *