অখিল গিরিকে রাজ্য মন্ত্রিসভা থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন। কোনভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না স্পষ্ট জানিয়েছেন অভিষেক।
অখিল গিরির কাছ থেকে পদত্যাগ পত্র চেয়েছে তৃণমূল কংগ্রেস না হলে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে। মহিলা অফিসারের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছিল দলের তরফে। বিষয়টি জেনে ক্ষুব্ধ হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর সুব্রত বক্সীকে ফোন করে অখিল গিরিকে ক্ষমা চাইতে বলেন। কিন্তু এরপরেও অনর থাকায় তৃণমূলের এই সিদ্ধান্ত বলে জানা যায়।